বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে গত রোববার সকালে প্রবেশ করে নুর মোহাম্মদ নামের স্থানীয় এক প্রভাবশালী নেতা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকদের লাঞ্চিত করে শিক্ষার্থীদের বের করে শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে গত রোববার সকালে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রাসেল ৪র্থ শ্রেণীর ছাত্র ফাহিমের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় ফাহিমের বাবা নূর মোহাম্মদ ও স্থানীয় আবু মিয়া বিদ্যালয়ে যেয়ে ছাত্র রাসেলকে খুঁজতে থাকে। এসময় ওই ক্লাসের শিক্ষিকা খালেদা আক্তার তাকে বাধা দিলে তারা ওই শিক্ষিকাকে শারিরিক ভাবে লাঞ্চিত করে ছাত্র রাসেলকে মারধর করে ক্লাস থেকে সকল শিক্ষার্থীদের বের করে শ্রেণীকক্ষে তালা লাগিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অপরাধীদের শাস্তির দাবিতে সোমবার সকাল থেকে ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচী পালন করে। সংবাদ পেয়ে বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, পুলিশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের গ্রেফতার করে বিচারের আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করে ক্লাসে যায় শিক্ষক ও শিক্ষার্থীরা।