নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার হাতকোপা এলাকা পুলিশের অভিযানিক দল অভিযান চালিয়ে গতকাল বুধবার দুপুরে শতাধিক বিদেশী বিয়ারসহ সুমন(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটকৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহকারী ও ব্যবসায়ী পৌরসভার হাতকোপার খোরশেদ আলমের বাড়িতে অভিযান চালাই। অভিযান চলাকালে শতাধিক বিদেশী বিয়ারসহ তার ছেলে সুমনকে আটক করি।