নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে আকতার হোসেন বাবু (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে সোনারগাঁও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস এম জাকারিয়া এ আদালত পরিচালনা করে কারাদন্ড প্রদান করে।
সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, মাদক ব্যবসায়ী বাবু নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। সোমবার সকালে উপজেলা সহকারী কমিশন (ভূমি) এসএম জাকারিয়ার নেতৃত্বে সে ও এএসআই ইব্রাহিম আকন্দ সংগীয় ফোর্সসহ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় বাবুকে ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেফতারকৃত আকতার হোসেন বাবুকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে। গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে।