বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের উপর নির্মিত ফুটওভার ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীরা আসা যাওয়া করে। আসা যাওয়ার পথে ফুট ওভার ব্রিজে বখাটেদের বিভিন্ন উৎপাতে অতিষ্ট হয়ে পরেছে ছাত্রীরা। মহা সড়ক পারাপারের একমাত্র এ পথে যেন বখাটেদের দখলে চলে গেছে। প্রতিদিন ব্রিজের দুপাশের নিচে ও উপরে রেলিংয়ে বসে ব্রিজ দিয়ে চলাচলরত নারী ও ছাত্রীদের উত্যক্ত করা যেন নিয়মে দাড়িয়েছে। অশ্লীল কথা, বই খাতা, ওড়না ধরে টানাটানি ও সিগারেটের ধোয়া ছাত্রীদের শরীরে দেয়া সকল অপরাধই যেন তাদের কাছে বিনোদন।
মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ফুট ওভার ব্রিজ দিয়ে দিনে চলাচল করে কয়েক হাজার নারীশিশু মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি বিদ্যায়তন, সোনারগাঁও সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ও সোনারগাঁও কাজী ফজরুল হক ইউমেন্স কলেজে পড়–য়া ছাত্রীরা। এতে এক শ্রেনীর বখাটেরা তাদের আনন্দ বিনোদন মনে করে প্রতিদিন স্কুলের ও কলেজের সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসে এখানে আড্ডা দেয়। ব্রিজের দুই পাশ ও উপরের দুইটি অংশে বসে এখান দিয়ে চলাচলরত নারী ও ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্যক্ত করে। নারী ও ছাত্রী দেখলেই বিভিন্ন অঙ্গিভঙ্গি করতে থাকে যা অনেক নারীর লজ্জার কারণ হয়ে দাড়ায়। এ সকল বখাটেদের উৎপাত থেকে স্কুল কলেজের পড়–য়া ও ব্রিজ দিয়ে চলাচলরত নারীদের নিরাপদে যাতায়াতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা
মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি বিদ্যায়তনের ছাত্রীরা আমাদের কন্ঠকে জানায়, প্রতিদিন সকালে স্কুলে যাওয়া ও আসার সময় ব্রিজের নিচে ও উপরে বসে ছেলেরা আমাদের দেখে অশ্লীল কথা বলে। গত কয়েকদিন আগে কয়েকজন ছেলে আমার বান্ধবীর ওড়না ধরে টান দেয়। এতে আমরা ভয় পেয়ে দৌড়ে নিচে নেমে আসি। তাছাড়া প্রায়ই আমাদের ব্যাগ থেকে মোবাইল ও টাকা চুরি ও ছিনতাই করে।
নাম না প্রকাশ করা শর্তে এক ছাত্রীর অভিভাবক জানান, ফুট ওভার ব্রিজে বসে থাকা বখাটেদের অত্যাচারে এখন কাজ কর্ম ফেলে নিজেই মেয়েকে নিয়ে স্কুলে নিয়ে আসি। তারপরও অনেক সময় তাদের কথা বার্তায় সন্তানের সামনে লজ্জা পেতে হয়। তিনি আরো জানান, এমন পরিস্থিতিতে পুলিশ টহল নিয়মিত করলে বখাটেদের কবল থেকে আমাদের মেয়েরা কিছুটা হলেও রক্ষা পাবে।