নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
”মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে চারদিন ব্যাপী শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা মেলা ও মিনা প্রদশর্নী।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবু নাছের ভুঞা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্ধোধন করেন।
মেলা উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ.ফ.ম জাহিদ ইকবাল, ভট্টপুর প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি আবু নাঈম ইকবাল, সনমান্দি ইউনিয়ন চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, বারদী ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল হকসহ সোনারগাঁ উপজেলার প্রাথমিক বিদ্যালূেয়র শিক্ষকবৃন্দ।
মেলায় সোনারগাঁও প্রাথমিক শিক্ষা ক্লাটারের অন্তর্ভুক্ত মজহমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্লাটার, হাড়িয়া, পরমেশ্বরদী, কাঁচপুর, বাড়ী মজলিশ ও হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়সহ ৬টি ক্লাটার বিদ্যালয় ও একটি মিনা প্রদর্শনীসহ মোট ৭টি স্টল অংশ নিয়েছে। মেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গ্রামীন আঁকা বাংলার ঐতিহ্য, গাছপালা, প্রকৃতি, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার উপর বিভিন্ন চিত্রকর্ম, পিঠা প্রদশর্নী, বাংলা বর্ণমালা, মিনার বিভিন্ন বই ও সিডি, কাগজের তৈরী স্মৃতি সৌধসহ বিভিন্ন কর্মচিত্র প্রদর্শিত হয়। এছাড়া মেলায় দর্শনার্থীদের জন্য সার্বক্ষনিক মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। সর্ব সাধারনের জন্য এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত, শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারী।