নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ঘুড়ি উৎসবের জোয়ারের আনন্দে সবাইকে মাতিয়ে তুললেন এমপি খোকা । ব্যান্ড বাদ্যবাজনার তালে তালে সোনারগাঁয়ের বৈদ্যের বাজার মেঘনা নদীর পাড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ২০১৬ইং ঘুড়ি প্রতিযোগিতা উৎসবটি পরিনত হল মহা উৎসবে। আজ শুক্রবার বিকেলে সোনারগাঁও বৌদ্দার বাজার মাঠে মেঘনা নদীর পাড়ে এ ঘুড়ি উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ঘুড়ি উৎসবে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব জনাব লিয়াকত হোসেন খোকা । অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন পিরুজপূর ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম বি.ডি আর ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব খলিলুর রহমানসহ স্থানীয় ব্যাক্তিবর্গ আরো অনেকে । ঘুড়ি উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠান রাঙ্গিয়ে তোলার জন্য এমপি খোকা ঘুড়ির নাটাই নিয়ে নিজে মাঠে নেমে পড়েনও ঘুড়ি ওড়ান । অনুষ্ঠানে সংক্ষিত বক্তব্যে খোকা বলেন , সোনারগাঁও আমার পরিবারের অংশ মনে করি, সোনারগাওকে উন্নয়ন করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে । কাদে কাদ মিলিয়ে এক সঙ্গে কাজ করতে হবে , এবং দলমত নির্বিশেষে কাজ করে যেতে হবে । একটা কথা আমাদের সবার মনে রাখতে হবে ,মহান আল্লাহ তালার ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়েনা।