বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কনফেশনারী দোকানে আগুন লেগে দোকানসহ দোকানের মালামাল পুরে ছাই হয়ে গেছে। ১ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় মোঃ সেলিম এর দোকানে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
দোকান মালিক সেলিম মিয়া জানান, প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। রাতে খবর পেয়ে দেখেন দোকানসহ দোকানের মালামাল পুরে ছাই হয়ে গেছে। কে বা কারা তার দোকানে আগুন লাগিয়েছে বলে তিনি দাবী করেন। এ ঘটনায় প্রায় সারে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ নিয়ে সোনারগাঁও থানায় অভিযোগ অভিযোগ হয়েছে ।