নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পেরাবো বাজার এলাকায় সোমবার ১০ টার দিকে জোর পূর্বক সোহেব মিয়া, জুয়েল মিয়াসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী বেকু দিয়ে মাটি কেটে নেওয়ার সময় বাধা দেয়। এ সময় সন্ত্রাসীরা জমির মালিক সফিকুল ইসলামকে পিটিয়ে আহত করেছে সস্ত্রাসীরা। ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে বেকুসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পেরাবো গ্রামে মনির হোসেন ছেলে আতিকুর রহমানের ফসলি জমি থেকে বেকু দিয়ে জোর পূর্বক মাটি কেটে নিচ্ছে একই এলাকার ভুমিদস্যু সোহেব ও তার সহযোগিরা। এতে আতিকুর রহমানের ছোট ভাই সফিকুল ইসলাম বাঁধা দিলে সোহেব মিয়া, জুয়েল মিয়া, তুহিন মিয়া ও রাব্বি মিয়াসহ ৮/১০জন সন্ত্রাসী বাহিনী লোহার রড ও লাঠিশোটা দিয়ে পিটিয়ে সফিকুল ইসলামকে মারাতœক আহত করে। আহত জমির মালিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মাটি কাটার সাথে জড়িত থাকার অভিযোগে সোহেব মিয়া, জুয়েল মিয়া, তুহিন মিয়া ও রাব্বি ও মাটি কাটার ব্যবহৃত বেকুটি আটক করে পুলিশ।