নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের বলেছেন,শিক্ষা প্রতিষ্ঠান কোন রাজনৈতিক কিংবা বিরোধপূর্ণ আলোচনার জায়গা নয় এখানে শুধু উন্নয়ন নিয়ে কথা বলবেন। আপনাদের ছেলে-মেয়েরা শিক্ষিত হলে আপনাদের লাভ তারা মানুষের মতো মানুষ হয়ে দেশের হাল ধরবে। মঙ্গলবার সকাল ১১টায় বন্দরের ঐতিহ্যবাহী সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল জাহের আরো বলেন,নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান উদার মনের মানুষ তিনি নারায়ণগঞ্জ-বন্দরের ৭টি ইউনিয়নে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন কেবল ভবিষ্যত প্রজন্মকে মানুষের মতো মানুষ হিসেবে প্রতিষ্ঠার জন্য। তিনি চান সদর-বন্দরের প্রতিটি মায়ের সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে মা-বাবার মুখ উজ্জল করে। তার অনুপুস্থিতির জন্য আপনারা মনে কোন কষ্ট নিবেননা তিনি সত্যিকার অর্থেই অনেক অসুস্থ,হয়তোবা আগামীকাল ব্যাংককও যেতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বিদ্যালয়ের আগামী জানুয়ারীর নবীনবরণ অনুষ্ঠানে আপনাদের এই বিদ্যালয়ের ওনাকে রাখার। যাতে আপনাদের এই সোনাকান্দা উচ্চ বিদ্যালয় তার সহযোগিতায় উন্নতির শিখরে পৌঁছতে পারে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গোলাম নবী মুরাদের সভাপতিত্বে সোনাকান্দা পৌর ষ্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধাণ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। সহিদুল হাসান মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ক ম নূরুল আমিন,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক আহসানউল্লাহ মৃধা,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন নূর,সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ানা হক সুমি,বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব এম এ আসগর,সহ-সভাপতি নূরুল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুর রহমান লিখন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধাণ শিক্ষিকা কাজী নূসরাত ইয়াসমিন,পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম কাইয়ূম,বীরমুক্তিযোদ্ধা জসিমউদ্দিন তোতা,বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান বাবু,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নাসিরউদ্দিন মোঃ আবুল খায়ের,হাজী মোঃ এবাদুল্লাহ,হাজী মোঃ ইয়া আলম,সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক হাজী আজিবুর রহমান,সহকারি শিক্ষক শেখ কামাল হোসেন,নূর জাহিদ বাদল,বদিউল আলম বাচ্চু,হাজী জহিরুল হক মুন্সি,আব্দুল মান্নান,মনির হোসেন রাজা,আব্দুল মালেক,মোঃ মনির হোসেন,দড়ি সোনাকান্দা বাইতুস সালাত জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি ডাঃ মোঃ সফিউল্লাহ,সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন,মোঃ সাইফুল ইসলাম,মোঃ ফরহাদ হোসেনসহ অন্যান্য গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।