বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার বিকাল ৫টায় ২১নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় বামানেহ,এবিডিসি ও এপিওস এর যৌথ উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনষ্ঠিত হয়। ফিল্ড সুপার ভাইজার লুৎফুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমি.প্রজেক্ট কো-অর্ডিনেটর সুলতান সেলিম,হুমায়ূন কবির,জুলফিকার হোসেন,আমজাদ হোসেন প্রমুখ। মনোজ্ঞ সংগীত পরিবেশণ করেন শুভ শিল্পী গোষ্ঠী। পরিচালনায় ছিলেন রেডিও টেলিভিশনের শিল্পী।