নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরের ধামগড় ইউনিয়নের মনারবাড়ী এলাকায় মরহুমা সৈয়দুন নেছার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার নানা কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপী পবিত্র কোরআন খানি,সকাল হতে বেলা ৩টা পর্যন্ত স্থানীয় ২৭ নং মনারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান,গরীবভোজ পরিশেষে স্মরণসভা ও দোয়ার মাহফিল। জনসেবামূলক এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধণ করেন বন্দর থানা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন চেয়ারম্যান। জাহানার মেডিসিন কর্ণারের স্বত্ত্বাধিকারী ডাঃ এস এম স্বপন আহাম্মদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আয়নাল হকের ছেলে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আজিজুল হক আজিজ,মোঃ কামাল হোসেন,মোঃ জালাল মাষ্টার,মোঃ মোজাম্মেল হক,মোঃ আমজাদ হোসেন,মোঃ আমির হোসেন,মোঃ ফিরোজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।