বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের পুরান সৈয়দপুর এলাকায় রাস্তা নিয়ে বিরোধের জের ধরে মা-মেয়েকে মাছ কাটার বটি দিয়ে কুপিয়েছে উচ্ছশৃঙ্খল রমিজউদ্দিন,দিদার ও মাসুদসহ তাদের সহযোগীরা। আহতরা হচ্ছেন আলী হোসেনের মেয়ে পিংকি(২৪),স্ত্রী নাসিমা বেগম(৩৪)। শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আহতদেরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত পিংকি বেগম বাদী হয়ে শুক্রবার রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়,পুরান সৈয়দপুর এলাকার মৃত রশিদউদ্দিনের ছেলে রমিজউদ্দিন ও তার ছেলে দিদার,মাসুদ,হক মাতবরের ছেলে খোরশেদ,হাসান গংয়ের সাথে একই এলাকার আলী হোসেনের স্ত্রী নাসিমা বেগমের দীর্ঘ দিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলছে। এর ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১২টায় উভয়ের মধ্যে তর্ক হলে এক পর্যায়ে রমিজউদ্দিন গং ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বটি এনে হত্যার চেষ্টায় আলী হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় আলী হোসেনের মেয়ে পিংকি বেগম ও স্ত্রী নাসিমা বেগম বাধা দিলে হামলাকারীরা হত্যার চেষ্টায় মা-মেয়েকে উপর্যুপুরি কোপায়। এতে পিংকির হাতে গুরুতর জখম হয়। আহতের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। পরে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।