বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আয়েশা ওরফে আশা(২৫)নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সোনারগাঁও থানায় মামলা হয়েছে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক রাজু মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় চট্রগ্রাম থেকে মেহেরপুর গামী ঢাকা মেট্রো-ব-(১৫-১৩০৭) জে আর পরিবহনে তল্লাশী চালিয়ে আয়েশা ওরফে আশা নামের এক মাদক ব্যবসায়ীকে ৯শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
আটকৃত মাদক ব্যবসায়ী আয়েশা ওরফে আশা কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার নয়াপুর গ্রামের আলিউল আজিমের স্ত্রী। ধৃত নারী মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।