বিজয বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান চাপায় এক অটো যাত্রী নিহত হয়েছেন।
নিহত নুরু মিয়া ওই উপজেলার কাঁচপুর ইউপির ললাটি গ্রামের সুলতান মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরে ললাটি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, অটোরিকশায় চড়ে নুরু মিয়া। ললাটি বাসস্ট্যান্ডে বস্তলগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় নুরু মিয়া সড়কে ছিটকে পড়লে কাভার্ডভ্যানটি তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।