বিজয় বার্তা ২৪ ডট কমৎ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পুরান টিপুরদী এলাকায় জোসনা নামের এক গার্মেন্ট শ্রমিক হিট স্টোকে নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকালে টিপুরদী এলাকার ইউসান নামের এক গার্মেন্টের শ্রমিকরা সকাল সাড়ে ৭টার দিকে কাজে যোগ না দিয়ে গার্মেন্ট কর্তৃপক্ষের গাফলতি ও অবহেলাকে দায়ি করে মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। এসময় উত্তেজিত শ্রমিকরা মহাসড়কের কয়েকটি ৮-১০টি গাড়ি ভাংচুর করে। অবরোধের কারনে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।এ অবরোধের কারনে প্রায় ৭কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পরে কাঁচপুর শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর গার্মেন্ট ছুটি ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে গার্মেন্ট এলাকায় শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার টিপুরদী এলাকায় অবস্থিত ইউসান গার্মেন্টে বুধবার রাতে জোসনা নামের এক শ্রমিক হিট স্টোকে আক্রান্ত হয়। এসময় শ্রমিক গার্মেন্টে ছটফট করতে থাকে। দীর্ঘ সময় পর শ্রমিককে গার্মেন্ট কর্তৃপক্ষ মোগরাপাড়া চৌরাস্তা এলাকার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর শ্রমিকের মৃত্যু হয়। এ খবর গতকাল বৃহস্পতিবার সকালে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পরলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে। এসময় শ্রমিকরা প্রায় ৮-১০টি গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে কাঁচপুর শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেঅবরোধের কারনে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ অবরোধের কারণে মেঘনা টোল প্লাজা থেকে শুরু করে কাঁচপুর কিউট পল্লী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে। পরে গার্মেন্ট কর্তৃপক্ষ ঘটনার পর গার্মেন্ট ছুটি ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে গার্মেন্ট এলাকায় শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউসান গার্মেন্টের শ্রমিক রোকেয়া বেগম, কাউসার ও আরিফা বলেন, শ্রমিক জোসনা বেগম স্টোক করার পর ফ্লোরে ছটপট করছিল। কিন্তু গার্মেন্ট কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নেওয়ার কোন উদ্যোগ গ্রহনণ করেনি। এ শ্রকিককে বাঁচাতে এম্বোলেন্স এনে হাসপাতালে নেওয়ার দরকার ছিল। কিন্তু দীর্ঘ সময় পর তাকে হাসপাতালে নিয়ে যায়। ততক্ষনে শ্রমিক জোসনা বেগমা মারা যান। এ মৃত্যুর জন্য গার্মেন্ট কর্তৃপক্ষের গাফলতিই দায়ী।
শ্রমিকরা আরো জানান, শ্রমিকদের মাধ্যমে অর্জিত টাকা দিয়ে গার্মেন্ট কর্তৃপক্ষ ধনী হয়েছেন। একজন শ্রমিককে তারা চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে পারেনা।
এ বিষয়ে ইউসান গার্মেন্টের পরিচালক ওমর ফারুক টিটু বলেন, শ্রমিক নিহতের ঘটনায় গার্মেন্ট কর্তৃপক্ষের কোন গাফলতি ছিলনা। সঠিক সময়ে শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিকরা ভুল বুঝে আন্দোলনে নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে গার্মেন্ট ছুটি দেওয়া হয়েছে।
কাঁচপুর শিল্প পুলিশের ওসি আলী রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের মহাসড়ক থেকে তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশ মেতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, ‘আইটি সেক্টরে যারা কাজ করতে আগ্রহী, তাদেরকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে। ইন্টারনেটের কল্যাণে এখন শুধু দেশের মার্কেটেই না, বিশ্ব বাজারেও এই মার্কেটিং সম্ভব। যেখানে তোমরা তোমাদের পণ্য বিক্রি করতে পারবে। আর তোমাদের এই পণ্য হলো তোমাদের দক্ষতা ও বিচক্ষনতা। কারন মানুষের মস্তিষ্ক হলো সবচেয়ে বড় সফটওয়্যার। এই মস্তিষ্ক ব্যবহারের মাধ্যমেই তোমরা বিশ^ বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।’
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসক সভা কক্ষে লার্নিং এন্ড আর্নিং ডেভোলাপমেন্ট প্রকল্পের মেন্টরিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক রাব্বী মিয়া আরো বলেন, কখনো তোমরা কেউ অহংকার করবে না, কারন আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। তাছাড়া হিজড়া বা প্রতিবন্ধিদের দেখলে কেউ উপহাস করবে না। কারন তোমাদের ঘরেও হিজড়া বা প্রতিবন্ধী সন্তান জন্ম নিতে পারে। সেই সাথে তোমাদেরকে ইংরেজী ভাষায় দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। কারন ইংরেজীতে দক্ষতা না থাকলে তোমরা যা হতে চাও, তা হতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন এই প্রকল্পের ট্রেনিং ম্যানেজার হাফিজুর রহমান চাতক, অনলাইন প্লেসমেন্ট স্পেশালিষ্ট মোস্তাফিজুর রহমান রনি, প্রজেক্ট এডমিনিষ্টেটর সরিয়া ইসলামসহ প্রকল্পে প্রশিক্ষণরতরা।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে এই প্রকল্পের মেন্টরিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। ৫০ দিনের একটি ট্রেনিং সেশন শেষে মোট ১৪০ জন প্রশিক্ষনার্থী এখানে হাতে কলমে কাজ শিখবে।