বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারী আদেশ অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ মাছ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা ও ৬জনকে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনকুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন।
সোনারগাঁও উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, ইলিশ মাছের প্রজ্জজন বাড়াতে চলতি মাসের ৯ অক্টোবর থেকে ৩১ শে অক্টোবর ২৩ দিন সারা দেশের নদী ও সাগরে মা ইলিশ মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। সরকারের এ নিষেধ অমান্য করে রবিবার ভোরে সোনারগাঁয়ের নুনেরটেক এলাকার মেঘনা নদীতে মা ইলিশ মাছ শিকারের অপরাধে ৯ জেলেকে বৈদ্যেরবাজার নৌপুলিশের সহায়তায় আটক করা হয়।
এ সময় দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারে নেতৃত্ব ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোঃ রুবেল, মোঃ আক্তার হোসেন ও মোকিব হোসেন প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা ও উকুল চন্দ্র দাস, মোঃ শরিফুল ইসলাম, মোঃ ফারুক, মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ সাকিব ও মোঃ রাব্বি মিয়া নামের ৬ জেলের প্রত্যেককে ১৫ দিন করে জেল প্রদান করা হয়েছে।
জব্দকৃত মাছ ধরা জালগুলো পুড়িয়ে ফেলা হয় ও মাছগুলো স্থানীয় মাদ্রাসায় দান করা হয়।