বিজয় বার্তা ২৪ ডট কম
মংস্য সংরক্ষন আইন অমান্য করে জাটকা ইলিশ বিক্রির অপরাধে মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারে চার মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম জানান, উপজেলার বৈদ্যেরবাজার মাছের ঘাটে মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। এসময় জাটকা মাছ বিক্রি করার অপরাধে মংস্য সংরক্ষন আইনে গোবিন্দ দাস, রঞ্জিত বর্মন, কমল চন্দ্র বর্মন তিনজনকে দুই হাজার টাকা এবং আলী হোসেন নামে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত জাটকা ইলিশগুলিকে দুটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।