বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ প্রার্থী হওয়া নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদককে ক্ষমা করে তাকে স্বপদে বহাল করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা হয়, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম দলের মনোনীত প্রার্থী মোশারফ হোসেনের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিন্দিতা করে দলের স্বার্থ পরিপন্থী কার্যক্রম সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেন। পরে সাংগঠনিক গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারা অনুযায়ী তাকে কারন দশার্নোর নোটিশ দেওয়া হয়।
নোটিশ পেয়ে মাহফুজুর রহমান কালাম সংগঠন বিরোধী কার্যক্রমের কথা স্বীকার করে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র নীতি ও আদর্শ পরিপন্থী কোনো কাজে জড়াবেন না লিখিতভাবে অঙ্গীকার করার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ কালামকে ক্ষমা প্রদর্শন করে তাকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নেন।
এদিকে মাহফুজুর রহমান কালামকে ক্ষমা করে স্বপদে ফিরিয়ে দেওয়ার চিঠি গতকাল শুক্রবার এলাকায় পৌছানোর পর উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা সোনারগাঁ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছেন।
এ ব্যাপারে মাহফুজুর রহমান কালাম বলেন, নেতাকর্মীদের আগ্রহে নির্বাচন করেছিলাম। উপজেলা আওয়ামী লীগ বর্তমানে ঐক্যবদ্ধ আমি স্বপদে থাকার দায়িত্ব পেয়েছি। দলকে সংগঠিত করার জন্য অতীতের মতো সব সময় দায়িত্ব পালন করে যাবো। দলে যেসব নেতা অনুপ্রবেশ করেছে এবং যেসব নেতাদের পরিবারের সদস্য স্বাধীনতার সময় বিতর্কিত ভূমিকা পালন করেছিল তাদের দল থেকে বহিষ্কার করা হবে। কেন্দীয় নির্দেশ পেলে অচিরেই সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করা হবে।