বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী গিট্টু হৃদয় নিহত হয়েছে।
বুধবার ভোরে সোনারগাও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেংড়াকান্দি এলাকায় র্যাব-১১ এর সাথে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মো. হৃদয় (৩০) সোনারগাও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মৃত সবুজ মিয়ার ছেলে।
র্যাব জানায়, নিহতের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টির অধিক মামলা রয়েছে। এসময় তার কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তারা আরো জানায়, বুধবার ভোরে সোনারগাও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেংড়াকান্দি এলাকায় র্যাব-১১ এর চেকপোষ্টে গিট্টু হৃদয়ের গাড়ি থামাতে বললে সে গাড়ি না থামিয়ে উল্টো র্যাবকে উদ্দ্যেশ করে গুলি ছুড়ে। এসময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এসময় হৃদয় গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।