বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার ইউনিয়নের আনন্দবাজার হাটে অভিযান চালিয়ে চার দোকান থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৫৫ বস্তা কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ কোষ্টগার্ডের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনূর ইসলাম ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সোনারগাঁ উপজেলা ভূমি কার্যালয়ের প্রধান সহকারী আব্দুল খালেক সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে আনন্দবাজার হাটে নারায়ণগঞ্জ কোষ্টগার্ডের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনূর ইসলাম ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় গোলজারের দু’টি দোকান থেকে ৪০ বস্তা, কবিরের দোকান থেকে ৫ বস্তা ও মোহাম্মদ হোসেনের দোকান থেকে ১০ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার টের পেয়ে মালিকরা পালিয়ে যায়। তিনি আরো জানান, উদ্ধারকৃত কারেন্ট জালের মূল্য নির্ধারণ করা হয় প্রায় ৪ কোটি টাকা।