নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের স্বনামধন্য বিদ্যাপীঠ কদমরসুল বিশ্ববিদ্যালয় কলেজের নির্মাণাধীন ৪র্থতলা ভবন ও প্রধাণ ফটকের কাজ পরিদর্শন করেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন। শনিবার সকাল ১১টায় তিনি কলেজের ভবন ও প্রধাণ ফটক নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। পরিদর্শণকালে কলেজের অধ্যক্ষ মোঃ মাহতাবউদ্দিন কলেজের গভর্নিংবডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ, মোঃ সিরাজুল ইসলাম,আলহাজ¦ জাহাঙ্গীর আলম মৃধা,জাতীয় পার্টির নেতা মোঃ মনির হোসেন,মুছাপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ উজ্জল,বন্দর থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম,অনিক তালুকদার অপু প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমানের উদ্দেশ্য ও লক্ষ্য উপস্থিত ব্যাক্তিবর্গের মাঝে উপস্থাপন করেন। তিনি জানান,সাংসদ সেলিম ওসমান একজন নিঃস্বার্থ প্রাণ। দানবীর সেলিম ওসমান কদমরসুল বিশ্ববিদ্যালয় কলেজকে আর্ন্তজাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে চান। আমাদেরকে সাদা মনের এই মানুষটির স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।