নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বন্দর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী হত্যা ও ধর্ষণসহ প্রায় ডজন খানেক মামলার আসামী আমজাদ ওরফে বল্টু আমজাদের পোষ্টার সাঁটানো নিয়ে বন্দরের সর্বত্রই আলোচনা সমালোচনার ঝড় বইতে শুরু করছে। প্রকৃতপক্ষে দুর্ধর্ষ এ সন্ত্রাসী সরকার দলীয় কোন পদ-পদবী না থাকলেও গত সোমবার হতে নন্দিত সংসদ সদস্য একএম সেলিম ওসমান ও একেএম শামীম ওসমানের ছবি এবং বন্দর থানা আওয়ামীলীগের নাম ব্যবহার করে বন্দরের সর্বত্রই রঙ্গীন পোষ্টারে সাঁটিয়ে দিয়েছে বল্টু আমজাদ। সম্প্রতি কোন দিবস কিংবা শুভেচ্ছাসহ যে কোন বিষয়ে সাংসদ সেলিম ওসমান ও সাংসদ শামীম ওসমানের ছবি ব্যবহার না করার জন্য কড়াকড়ি নির্দেশ প্রদান করলেও সেই নির্দেশ উপেক্ষা বল্টু আমজাদ ঘ’টা করে দু’সাংসদ্বয়ের ছবি পোষ্টারে ব্যবহার করে করে তা বিভিন্ন স্থানে সেঁটে দেয়। একই সাথে পোষ্টারের নিচে সন্ত্রাসী বল্টু আমজাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছার সৌজন্য হিসেবে বন্দর থানা আওয়ামীলীগের নাম উল্লেখ করা হয়েছে। বল্টু আমজাদ কর্তৃক সাংসদদ্বয়ের ছবি এববং বন্দর থানা আওয়ামীলীগের নাম ব্যবহারের বিষয়টি নিয়ে গোটা বন্দর জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ কারণে থানা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ তীব্র নিন্দা ক্ষোভ ও ঘৃণা প্রকাশসহ সন্ত্রাসী আমজাদের বিরুদ্ধে আশু কার্যকরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। প্রকাশ থাকে যে,এর আগে বল্টু আমজাদ নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদিরের নাম ব্যবহার করে পোষ্টারিং করে এর কিছুদিন পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী’র ছবি ব্যবহার করে অনুরূপভাবে পোষ্টারিং করে বন্দরের বিভিন্ন স্থানে সাঁটে। বল্টু আমজাদের এহেন কর্মকান্ডে অতিষ্ঠ বক্তারকান্দি,আমিরাবাদ ও চৌরাপাড়াবাসী ধিক্কারসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।