বিজয় বার্তা ২৪ ডট কম
বিদেশে অবস্থানরত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অসুস্থ্য সেলিম ওসমানের রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। একই সাথে হাসাপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়েছে। অপরদিকে নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে এমপি সেলিম ওসমানের রোগমুক্তি কামনা করে দোয়া পৃথক একটি দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের উদ্যোগে বন্দর খেয়াঘাট সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ সদর উপজেলার কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, বন্দর উপজেলার ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন, জেলার সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন সহ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও উপজেলা কমান্ডের প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন ফকিরটোলা মসজিদের পেশ ইমাম মুফতি সিরাজুল ইসলাম মনির। অপরদিকে নারায়ণগঞ্জ কলেজে শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিকত দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম ইব্রাহিম আজাদ।