নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক বলেছেন,নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান সহযোগিতা করায় আমাদের কাজ করতে অনেক সহজ হয়েছে। তার মতো এমপি আমি খুব কম দেখেছি। তার মধ্যে প্রচুর দেশপ্রেম কাজ করে। তাকে আমি সাধুবাদ জানাই।
সোমবার সকাল ১০টায় বন্দর সেন্ট্রাল খেয়াঘাট ও বন্দরের ময়মনসিংহপট্রি এলাকায় আকস্মিক পরিদর্শণকালে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। মেজাম্মেল হক আরো বলেন,বর্তমান সরকার জনবান্ধব সরকার। শুধুমাত্র মসজিদ আর মন্দিরের জন্যই সময় নেয়া হয়েছে। সততা ও একতা সমবায় সমিতি’র যে সকল স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সেগুলো অন্যত্র স্থানান্তর করতে হবে। ইকোপার্কের কাজ শীঘ্রই শুরু করা হবে। শীতলক্ষ্যা নদীর তীরে ডকইয়ার্ডের নামে লীজ নিয়ে যারা সাইকেল কিংবা অন্যান্য দোকান-পাট তুলে ভাড়া দিয়েছেন তাদের লীজ দ্রুত বাতিল করে সেখানে বালু ভরাটের জন্য নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিরেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান,বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন।