বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনার মামলায় নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানীর তারিখ পিছিয়ে ২২ অক্টোবর নির্ধারন করেছেন আদালত।
রবিবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরা বেগমের আদালতের শুনানীর তারিখ পুনর্নির্ধারণ করেন।
এর আগে আদালতে মামলাটির চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিলো। এদিকে আসামি সেলিম ওসমান আদালতে উপস্থিত ছিলেন না। তিনি তার আইনজীবীর মাধ্যমে তারিখ পিছানোর আবেদন জানান। পরে আদালত তা মঞ্জুর করেন।
গত ৪ জুলাই ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোস্তাফিজুর রহমান ৬ আগস্ট সেলিম ওসমানের বিরুদ্ধে চার্জগঠন শুনানির দিন ধার্য করেছিলেন। ওইদিন সেলিম ওসমান এবং সেলিম ওসমানের সহযোগী অপু আদালতে উপস্থিত ছিলেন।
সেদিন সেলিম ওসমানের পক্ষে ৩ মাস পর অভিযোগ গঠনের দিন ধার্যের আবেদন করা হয়। পরে আদালত ১ মাসের সময় মঞ্জুর করে ৬ আগস্ট অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত বছরের ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে তারই স্কুলের প্রাঙ্গণে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনার ভিডিওতে প্রধান শিক্ষককে কান ধরে উঠবসের নির্দেশ দিতে দেখা যায় স্থানীয় এমপি সেলিম ওসমানকে।