বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের অনুরোধে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকার রাস্তার দু’পাশ দখল করে রাখা অবৈধ দোকানদাররা তাদের দোকানপাট তুলে নিয়েছে। সোমবার ৭ নভেম্বর রাত ৮টায় বন্দর সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে যাত্রী পারাপারে ঘাটের উন্নয়নে সরেজমিনে এলাকাটি পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি রাস্তা দখল করে দোকানপাট দিয়ে বসা হকারদের সাথে কথা বলেন।
সেলিম ওসমান দোকানদারদের অনুরোধ করেন মাত্র ৪০-৫০ জন হকারের জন্য প্রতিদিন খেয়াঘাট দিয়ে পারাপারা হওয়া বিভিন্ন গার্মেন্টের নারী শ্রমিক সহ লাখো মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। কয়েকজন অবৈধ দোকানদারের জন্য লাখো মানুষের দুর্ভোগ সৃষ্টি তাদের ঠিক হচ্ছে কিনা? এ সময় তিনি দোকানদারদের সরে যাওয়ার অনুরোধ করেন। সেই সাথে তিনি নারায়ণগঞ্জ সদর থানা পুলিশকে বন্দর খেয়াঘাট দিয়ে যাতায়াতকারীদের দুর্ভোগের বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন।
সংসদ সদস্য সেলিম ওসমান বন্দর খেয়াঘাট থেকে চলে আসার পরপরই সেখানে অভিযানে যান নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ। তবে খেয়াঘাট এলাকায় গিয়ে থানা পুলিশকে কোন প্রকার উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হয়নি। পুলিশ যাওয়ার পূর্বে সেখানকার দোকানদাররা সংসদ সদস্যের অনুরোধ এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগের বিষয়টি উপলদ্ধি করে নিজ উদ্যোগে দোকানপাট সরিয়ে নিয়ে গেছেন।
ঘাট পরিদর্শনকালে সংসদ সদস্য সেলিম ওসমানের সাথে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন, দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদল সহ বিআইডব্লিউটিএ’র অন্যান্য কর্মকর্তারা।