বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের অনুদানে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন করেছেন কাউন্সিলর শওকত হাশেম শকু।
রবিবার সন্ধ্যায় খানপুর হাসপাতাল সড়ক ও চিলড্রেন পার্ক এলাকায় এই ফ্রি ওয়াইফাই জোনের উদ্ভোধন করা হয়।
এর আগে গত শুক্রবার বাদ জুম্মায় ১২ নং ওয়ার্ডের পুরো এলাকায় সেলিম ওসমানের অনুদানে এলএইডি লাইট লাগিয়ে আলোকিত করা হয়।
শনিবার রাতে শহরের চাষাঢ়া বাগে জান্নাত ও উত্তর চাষাঢ়া এলাকাতে ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়।
এসময় কাউন্সিলর শওকত হাশেম শকু জানান, নারায়নগঞ্জের শহরকে ডিজিটাইলইজেশন করারা জন্য মাননীয় সাংসদ সেলিম ওসমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারবাহিকতায় তিনি ১২ নং ওয়ার্ডের যুব সমাজের উন্নয়নে নিজস্ব অর্থায়নে ফ্রি ওয়াইফাই জোনের ব্যবস্থা করেছেন।
এখন থেকে খানপুর এলাকায় যে কেউ ফ্রি ওয়াই ফাই ব্যবহার করতে পারবে। পর্যায়ক্রমে বাকি কাজগুলো বাস্তবায়ন করা হবে।সত্যিকার অর্থে তিনি একজন উন্নয়নের রুপকার। ১২ নং ওয়ার্ডবাসী সেলিম ওসমানের কাছে চির কতৃজ্ঞ হয়ে থাকবো।