বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের অনুদানে নাসিকের ১২ নং ওয়ার্ডের খানপুরের পুরো এলাকা এলইডি লাইটের আলোতে হলো আলোকিত।
শুক্রবার বাদ জুম্মায় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই কার্যক্রম কাউন্সিলর শওকত হাসেম শকু এলাকার মুরব্বীদের নিয়ে উদ্বোধন করেন।
এসময় সাংসদ সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
এর আগে ১২ নং ওয়ার্ডের এলাকা ডিজিটাইলইজেশন করার জন্য সাংসদ সেলিম ওসমান নিজ অর্থায়নে ফ্রি ওয়াইফাই জোনের ব্যবস্থা করেন।
এ বিষয়ে কাউন্সিলর শকু বলেন, সাংসদ সেলিম ওসমান খানপুর বাসীদের জন্য আলোর দিশারী। তিনি পুরো এলাকাকে আলোকিত ও ডিজিটাইলইজেশন করতে অনুদান দিয়েছেন। তার কাছে আমরা খানপুরবাসী সবসময় কতৃজ্ঞ হয়ে থাকবো। আজ ধারবাহিকতায় এলইডি লাইটের কাজ শেষ করা হয়েছে। বৃষ্টির কারনে ফ্রি ওয়াইফাই জোনের সেবা চালু করা যায়নি। তাই আগামীকাল ফ্রি ওয়াইফাই জোনের সেবা চালু করা হবে। সেলিম ওসমানের অনুদানে আমাদের এলাকায় উন্নয়ন হচ্ছে। তাই আপনারা তার জন্য সবাই দোয়া করবেন।