বিজয় বার্তা২৪ ডটকমঃ
সেনানিবাস এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণের দণ্ড হিসেবে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে সেনানিবাস আইন- ২০১৭ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটিতে অনুমোদন দেয়া হয়।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ১৯২৪ সালের ক্যান্টনমেন্ট অ্যাক্ট পুনর্বিন্যাস করে সেনানিবাস আইন-২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এতে, আইনের ধারায় তেমন কোনো পরিবর্তন না এলেও, জরিমানা বেড়েছে আগের তুলনায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সংবাদিকদের জানান- এই আইনে সেনানিবাস এলাকায় ট্রাফিক নিয়ম, দালান নির্মাণসহ বেশকিছু বিষয়ে নির্দেশনা দেয়া আছে। পাশাপাশি এসব নিয়মের ব্যতিক্রম হলে বিধি মাফিক জরিমানার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।