বিজয় বার্তা ২৪ ডট কম
সাবদী এলাকায় ভূয়া ম্যাজিস্ট্রেট সেজে নান্নু ষ্টোর থেকে টাকা আদায়ের সময় স্থানীয় জনতা কর্তৃক আটক পুলিশ সোর্স শামীম (২৪)কে ১ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার দুপুরে ফের আদালতে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ। গত বুধবার দুপুরে বন্দর থানার ৩২(১২)১৮ মামলার তদন্তকারি কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালত থেকে রিমান্ডে আনে। রিমান্ডপ্রাপ্ত পুলিশ সোর্স শামীম বন্দর রুপালী আবাসিক এলাকার মৃত মানিক মিয়ার ছেলে। উল্লেখ্য, গত শনিবার (১৭ আগষ্ট) রাতে বন্দরের সাবদী এলাকায় বন্দরে কর্মরত এএসআই আনোয়ার ও এএসআই আমিনুল, পুলিশ সোর্স শামীম ও ২ ভূয়া সাংবাদিক মিলে নান্নু ষ্টোর ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমান আদালতের অভিযান চালায়। ওই উল্লেখিতরা দোকানদারকে জিম্মি করে অর্থ আদায়ের সময় স্থানীয় জনতা ২ এএসআইকে লাঞ্চিতসহ পুলিশ সোর্স শামীমকে আটক করলেও কৌশলে পালিয়ে যায় ২ ভূয়া সাংবাদিক।