স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম ঠেকাতে নিয়ন্ত্রণ হারাচ্ছে কমিশন। এ ছাড়া দলীয় প্রতীকে নির্বাচনের কারণে মনোনয়ন বাণিজ্য বেড়ে নির্বাচনকে হুমকিতে ফেলছে। এতে জেতার মানসিকতা প্রকট হয়ে বাড়ছে সহিংসতা।
এ সময় সুজনের অন্যান্য নেতারাও মত প্রকাশ করে বলেন, এসব অনিয়ম যদি গা সওয়া হয়ে যায়, তাহলে আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে বলে মনে হয় না।
সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর ও সমন্বয়ক দিলীপ সরকার।