বিজয় বার্তা ২৪ ডট কম
ডিএনডিবাসীর বহু প্রতিক্ষিত পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজের শুভ সূচনা করা হয়েছে। শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী ডিএনডি খাল থেকে মাটি কেটে ও মুনলাইট বালুর মাঠে ফলক উম্মোচন করে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি। এ প্রকল্প বাস্তবায়নে ২০ লাখ ডিএনডিবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছেন সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড।
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) জলাবদ্ধতা নিরসনে সরকারের গৃহিত ‘ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্প কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নিয়েছেন ডিএনডি’র জলাবদ্ধতার যে সমস্যা আছে তা সমাধান করা হবে। এ কাজটি পানি উন্নয়ন বোর্ডই করবে। তাই ৫শ ৫৮ কোটি টাকার একটি প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। যেহেতু আমরা এ প্রকল্পটি শুরু করেছি। সেহেতু যত টাকাই প্রয়োজন হোক না কেন, সুন্দরভাবে এ প্রকল্পটি শেষ করবো। প্রধানমন্ত্রী সব সময় বলেন, যখন আমরা একটি প্রকল্প হাতে নেই, সেই প্রকল্পটা যাতে সুন্দরভাবে সমাপ্ত হয় এবং যাতে মানুষ সুফল পায় সেই বন্দোবস্ত করা হবে।
পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এলজিআরডি’র যে পানি জমবে সেই পানি নিষ্কাশন খালে আনার জন্য সংযোগ খাল ও ড্রেনগুলোর কাজও সমান্তরালভাবে চলবে। নারায়ণগঞ্জ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে আশ্বস্ত করেছেন এ কাজটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা সমান্তরালভাবে এ কাজগুলো করবেন। এলজিআরডি’র আওয়াতাধীন যে জায়গাটুকু আছে তা সরাসরি এলজিআরডি’র টাকা দিয়ে সেই কাজগুলো করিয়ে নিতে হবে। তা না হলে যে সুফল আমাদের পাওয়ার কথা সেই সুফল আমরা পাব না। তিনি ডিএনডিবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা যদি সহযোগিতা না করেন তবে আমরা কাজটি সুন্দরভাবে শেষ করতে পারব না। আপনাদের সহযোগিতা ছাড়া কাজগুলো সম্পন্ন করা সম্ভব নয়। আমাদের প্রকল্পের জায়গায় আপনাদের বাড়িঘর নির্মাণ করা আছে। আমরা সেই বাড়িঘরগুলো সরিয়ে দিবো। এ ব্যাপারে আপনাদের সম্পুর্ণ সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, সেনাবাহিনীর প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। তারা সুন্দরভাবে কাজটি করাতে পারবেন। সেই আস্থা রেখেই এ প্রকল্পের কাজটি আমরা তাদেরকে (সেনাবাহিনীকে) দিয়েছি। আপনারা তাদের জন্য দোয়া করবে। তারা যেন সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতে পারেন।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক এমপি, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, সংরক্ষিত মহিলা এমপি এডভোকেট সানজিদা খানম, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ইফতেখার আনিস এএফডব্লিউসি, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তৌহিদ হোসেন পিএসসি, প্রকল্প পরিচালক (২০ ইসিবি) লেঃ কর্নেল মুহাম্মদ রোমিও নওরীন খান, পিএসসি, উপ-মহাপরিচালক লেঃ কর্নেল সরকার মোঃ ইকবাল হোসেন পিএসসি, পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড এর কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতিসহ স্থানীয় কাউন্সিলরবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে ২০ ইসিবি, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড বাস্তবায়ন করছেন।