নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাড় শহীদ মিনারে তেল গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সুন্দরবন ধ্বংসকারী রামপাল কয়লাভিত্তিক বিদুৎ প্রকল্প ও অরিয়ন কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করনের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত করা হয়েছে।
তেল গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ ও বিমল কান্তি দাসের উক্ত সভা পরিচালনায় এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, গনসংহতি আন্দোলনের সম্বনয় তরিকুল সুজন, জেলা কমিউনিষ্ট পার্টির নেতা দুলাল সাহা, জেলা বাসদ’র সমন্বয়ক নিখিল দাস, বিপ্লবী ওয়াকার্স পার্টির নেতা আবু হাসনাত টিটু সহ আরো অনেক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তরা বলেন, বর্তমানে ভারতে কয়লা ভিত্তিক বিদুৎ কেন্দ্রের কারনে প্রতি বছর ১ লাখ মানুষ মারা যাচ্ছে। ‘সুন্দরবন ধ্বংস করে রামপালে ভারত থেকে আমদানিকৃত কয়লায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ষড়যন্ত্র সরকার দীর্ঘদিন ধরেই করে আসছে। দেশের বিভিন্ন রাজনৈতিক ও পরিবেশবাদি সংগঠন, পরিবেশ বিশেষজ্ঞরা এর বিরোধীতা করলেও সরকারের তাতে কোনও ভ্রুক্ষেপ নাই। আজ আমাদের সরকার ভারত সরকারকে খুশী রাখার জন্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী চুক্তি করে সুন্দরবনকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। রামপাল বিদ্যুৎ প্রকল্পের সকল কাজ বন্ধ করার ও সুন্দরবন রক্ষার করার ৭দফা দাবীতে আগামী মার্চের ১০ থেকে ১৫ তারিখ ঢাকা থেকে সুন্দরবনে যাওয়ার লংমার্চ কর্মসূচি করা হবে।