স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পঁচিশ নাম্বার কম্পার্টমেন্টের এলাকায় ধরিয়ে দেয়া আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকালে কোথাও আগুন জ্বলে উঠতে দেখা যায়নি। ইতোমধ্যে গত তিনদিনে পুড়ে গেছে প্রায় ২০ একর বন।
নাশকতাকারীরা এবার সুন্দরবনের কয়েক কিলোমিটারের এলাকাজুড়ে অন্তত ২০টি স্থানে আগুন ধরিয়ে দেয়া আগুনে একরের পর একর বনাঞ্চলের সাথে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সুন্দরবনের জীববৈচিত্র্য। আগুনে পুড়ে মারা গেছে সামুদ্রিক কচ্ছপও। এলাকাটি দুর্গম এবং পানির সুব্যবস্থা না থাকায় সবাইকে আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটকে।
এদিকে এই আগুন আগুন লাগিয়ে দেয়ার ঘটনায় শুক্রবার রাতে খলিলুর রহমান হাওলাদার (৩৫) নামে একজনকে আটক করেছে শরণখোলা থানা পুলিশ।
আজ দুপুরে সুন্দরবনে নাশকতার আগুনের ভয়াবহতা সরেজমিনে পরিদর্শনে যাচ্ছেন প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. ইউনুছ আলী।