সুন্দরবন,বিজয় বার্তা ২৪
সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশনের নাংলি এলাকায় রবিবার সন্ধ্যায় যে আগুন লেগেছিল সেটি সোমবার পুরোপুরি নিভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার সুলতান মাহমুদ।
সুলতান মাহমুদ বিবিসিকে জানান, সোমবার দুপুরের দিকে ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীদের চেষ্টা আগুন পুরোপুরি নিভানো সম্ভব হয়েছে।
রবিবার সন্ধ্যায় নাংলি এলাকায় ছড়িয়ে পড়া আগুন রাতে কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল বলে জানান চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার।
সুলতান মাহমুদ জানান, যেদিকে আগুন লেগেছিল সেদিকে বড় কোনো গাছ ছিলো না। ফলে ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি বলেই মনে করছেন তারা। তবে ছোট ছোট লতাগুল্ম এবং বলা পুড়ে গেছে বলে জানান তিনি।
যদিও বনের মধ্যে কতো একর জমিতে এ আগুন লেগেছিল বা কী কারণে আগুনের সূত্রপাত সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুলতান মাহমুদ বলেন, লোকালয় কাছে এবং বিভিন্ন প্রয়োজনে এ রাস্তা ধরে স্থানীয় লোকজনের আসা-যাওয়া রয়েছে। ধারণা করা হচ্ছে যে স্থানীয় লোকজনের অসতর্কতার কারণে আগুন লেগে থাকতে পারে।
সুলতান মাহমুদ বিবিসিকে জানান, এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকায় এর আগেও বিভিন্ন সময় আগুন লাগার ঘটনা ঘটেছে।