বিজয় বার্তা ২৪ ডট কম
গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক চাপায় ফরিদুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরেক মোটরসাইকেল আরোহী লিমন মিয়া (২৮) গুরুত্বর আহত হন। সোমবার বিকেলে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের সুবর্ণদহ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফরিদুল ইসলাম সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী বানু মিয়ার ছেলে। তিনি সুন্দরগঞ্জ শহরে ধান, পাট, গম ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছিলেন। আহত লিমন মিয়া উপজেলার বামনজল গ্রাামের জবেদ আলীর ছেলে।
সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ফরিদুল ইসলাম মোটরসাইকেল যোগে ব্যবসায়িক কাজে গাইবান্ধা শহরে যাচ্ছিল। পথে সুবর্ণদহ এলাকায় সুন্দরগঞ্জগামী পাথর বোঝাই একটি ট্রাাক ফরিদুলের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা ফরিদুলকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় পর ঘটনাস্থল থেকে চালক গণেশ চন্দ্রসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।