গাইবান্ধা,বিজয় বার্তা ২৪
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১শ’২৪টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন প্রশাসন।
জানা গেছে, আগামী ৩১ মার্চ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে কর্তৃপক্ষ ১শ ২৪ টি ভোট কেন্দ্র স্থাপন করেন। এদিকে দলীয়ভাবে নির্বাচন হওয়ায় প্রতিটি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে শনাক্ত করেন সংশ্লিষ্ট প্রশাসন। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৪৬ টি। অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন।