স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কালিনগর গ্রামের হোসেন আহমদ ও মফিল আলী লন্ডনীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়া আহতদেরকে সিলেট ওসমানী মেডিক্যালে নেওয়ার পথে একজন মারা যান।
নিহতরা হলেন- হোসেন আহমদের পক্ষের আফিজ উল্ল্যা (৬০) ও তার ছেলে এরশাদ মিয়া (৩০), মফিল আলী লন্ডনীর পক্ষের আব্দুল হকের ছেলে নুর আহমদ(৩০)।
এছাড়া গুরুতর আহত জুয়েল মিয়া (২০), দুলাল মিয়া(৩২), আরশাদুল(৩০), সেজু মিয়া(৩০) ও এরশাদকে (৩০) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দিরাই স্বাস্থ্যকমপ্লেঙে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে সুনামগঞ্জের এডিশনাল এসপি মোহাম্মদ আবদুল আজিজ ও সহকারি সিনিয়র পুলিশ সুপার দিরাই সার্কেল সুরত আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, তিন দিন আগে কালীনগর গ্রামের সামছুন নুরের ছেলে নাহিদ একই গ্রামের নবাব উল্ল্যার ছেলে জুয়েল মিয়ার অটোরিঙা থেকে ব্যাটারি ফেলে দিয়ে নষ্ট করে। এরপর অটোরিঙার মালিক জুয়েল মিয়া নাহিদের বাবা সামছুননুর মিয়ার কাছে তার ব্যাটারির ক্ষতিপূরণ বাবদ ২০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে বুধবার সকাল ৮টার দিকে গ্রামে পঞ্চায়েত বসে। একপর্যায়ে পঞ্চায়েত থেকে অটোরিঙার মালিক জুয়েল বের হয়ে যান। এর জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় দাড়ালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি জানান তুচ্ছ ঘটনায় এরকম সংঘর্ষ দুঃখজনক। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।