মৌলভীবাজার,বিজয় বার্তা ২৪
ভারী বর্ষণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জানকিছড়ায় লাইনের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা যায়, রবিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে শ্রীমঙ্গলে আখাউড়া-সিলেট রেলপথের সংস্কারাধীন ১৫৭ নম্বর জানকিছড়া রেলসেতুটি ভেসে গেছে। এতে সোমবার ভোর ৫টা থেকে সিলেটেরে সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে লাইন বন্ধ থাকায় কালনী ও জয়ন্তিকা এঙপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। রাস্তায় আটকা পড়েছে জালালাবাদ এঙপ্রেস ও সুরমা এঙপ্রেস।
ইতোমধ্যে লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। তবে ট্রেন চলাচল শুরু হতে কতো সময় লাগবে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।