বিজয় বার্তা২৪ ডটকমঃ
সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলে বিস্ফোরক উদ্ধার ও বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় করা দুটি মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। সোমবার সকালে তদন্ত দলটি ঘটনাস্থল পরিদর্শনে যায়।
আতিয়া মহলের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তদন্ত দলের সদস্যরা। এর আগে মামলা দুটির তদন্ত শুরু করে মোগলাবাজার থানা পুলিশ। পরে ৯ মে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলা দুটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
গত ২৪ মার্চ আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। ২৫ মার্চ সকাল থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত ওই ভবনটিতে অপারেশন টোয়াইলাইট পরিচালনা করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল। অভিযানের দ্বিতীয় দিন আস্তানাটির পাশের এলাকায় দু’দফা বোমা বিস্ফোরণে নিহত হন র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ সাত জন। আহত হন অন্তত অর্ধশত। অভিযানের পর আতিয়া মহলের ভেতরে পাওয়ায় এক নারীসহ চার জঙ্গির মরদেহ।