নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ময়লা পরিস্কার করতে গিয়ে একটি সিমেন্ট ফ্যাক্টরীর ৪তলা উচু বাকেট থেকে পড়ে আনিস(৩৩) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল শনিবার সকালে থানার মাহমুদনগরস্থ সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরীর অভ্যন্তরে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত আনিস স্থানীয় ফরাজীকান্দা এলাকার রহমত আলীর ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়,আনিস সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরীতে দীর্ঘ দিন ধরে ক্লিনার পদে কাজ করে আসছিল। প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার সকাল ১০টায় আনিস ফ্যাক্টরীর বাকেটের উপর উঠে ময়লা পরিস্কার করার সময় এক পর্যায়ে ৪তলা উঁচু বাকেট থেকে নিচে পড়ে যায়। এতে তার মাথার পিছনের অংশ মারাতœক জখম হয়ে অতিরিক্ত রক্ষ ক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে আনিসের মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে তার স্বজন ও এলাকাবাসী দ্রুত সিমেন্ট ফ্যাক্টরীতে ছুটে আসে। এ সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠলেও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের হস্তক্ষেপে না নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনার পর পরই প্রবীণ আওয়ামীলীগ নেতা বাবুল ইসলাম,কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া,ঠিকাদার সোহেল করিম রিপনসহ অন্যান্যদের মধ্যস্থতায় সিমেক্স সিমেন্ট কর্তৃপর নিহত আনিসের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দিতে সম্মতি জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।