নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিমেক্স সিমেন্ট বাংলাদেশ প্ল্যান্টের ইনচার্জ অব সিকিউরিটি এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মাহাবুব হোসেন বলেছেন,দুর্ঘটনা কারোই কাম্য নয়। একটি দুর্ঘটনা যে কোন পরিবারের জন্য সারা জীবনের কান্না বয়ে আনে। কাজেই জীবন বাঁচাতে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতাই জীবন বাঁচানোর প্রধাণ মাধ্যম। বুধবার বেলা ১২টায় বন্দরের মাহমুদনগরের সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরীর বাকেট থেকে পড়ে নিহত শ্রমিকের পরিবারকে অনুদান প্রদানকালে তিনি এসব কথা বলেন। মাহাবুব হোসেন আরো বলেন,মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। এই প্রবাদকে সামনে রেখে বহুজাতিক কোম্পানী সিমেক্স বিশ্ব জুড়ে এগিয়ে চলেছে। মাহমুদনগর এবং ফরাজীকান্দা এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের আন্তরিকতায় আমরা অবিভূত। তাদের সহযোগিতায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে পারছি। প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে নিহতের স্ত্রী’র হাতে নগদ ৫লাখ টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল ইসলাম,কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়া,সারিয়া এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সোহেল করিম রিপন,হাজী নাজির আহাম্মদ,মোঃ খোরশেদ আলম.রফিকুল ইসলাম জাহাঙ্গীর,মাসুদ করিম টিপন,মোঃ নজরুল ইসলাম,মোঃ শহীদুল ইসলামসহ অন্যান্য ব্যাক্তিবার্গ। সূত্র মতে,ফরাজীকান্দা এলাকার রহমতউল্লাহ মিয়ার ছেলে আনিস মাহমুদনগর এলাকারবহুজাতিক কোম্পানী সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরীতে দীর্ঘ দিন ধরে ক্লিনার পদে কাজ করে আসছিল। প্রতিদিনের ন্যায় শনিবার সকাল ১০টায় আনিস ফ্যাক্টরীর বাকেটের উপর উঠে ময়লা পরিস্কার করার সময় এক পর্যায়ে ৪তলা উঁচু বাকেট থেকে নিচে পড়ে যায়। এতে তার মাথার পিছনের অংশ মারাতœক জখম হয়ে অতিরিক্ত রক্ষ ক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে আনিসের মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে তার স্বজন ও এলাকাবাসী দ্রুত সিমেন্ট ফ্যাক্টরীতে ছুটে আসে। এ সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠলেও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের হস্তক্ষেপে না নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনার পর পরই প্রবীণ আওয়ামীলীগ নেতা বাবুল ইসলাম,কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া,ঠিকাদার সোহেল করিম রিপনসহ অন্যান্যদের মধ্যস্থতায় সিমেক্স সিমেন্ট কর্তৃপর নিহত আনিসের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দিতে সম্মতি জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। এদিকে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি চক্র আওয়ামীলীগ নেতা বাবুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় সৃষ্টি হয়।