বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সরকারী তোলারাম কলেজে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৩ জানুয়ারি ) সকাল দশটায় থেকে দুপুর ১ টা পর্যন্ত সরকারি তোলারাম কলেজের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমী ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা সিনেটে নির্বাচনে নারায়ণগঞ্জে মোট ভোটার সংখ্যা ৬৭১ জন । তার মধ্যে ভোট কাস্ট হয়েছে ৩৫ ভাগ ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীলীগ সর্মথিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ ও বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ দুইটি প্যানেলের মনোনীত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন ।