বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ৫শতাধীক কর্মকর্তা কর্মচারী গনছুটিতে রয়েছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরন বিভাগকে নর্থওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের নিকট হস্তান্তরের সিদ্ধান্তকে বাতিলের দাবিতে তারা এ গনছুটি পালন করছেন। বিউবো শ্রমিক কর্মারী কর্মকর্তা ঐক্য পরিষদের ডাকে কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে গত ৯ আগষ্ট থেকে তারা গনছুটি পালন করছেন। আগামী ১২ আগষ্ট তারা কাজে যোগ দিবেন। এ ছাড়াও কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে ১৬ আগষ্ট পর্যন্ত কালো ব্যাচ ধারন করে বিদ্যুৎ কেন্দ্রের ফটকে সভা বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ করবেন। এ সময়ের মধ্যে বিউবোর্ডের স্বাক্ষরিত ছুটি বাতিল না হলে ১৬ আগষ্ট বৃহত্তর আন্দোলনের কর্মসুচী ষোষনা করবেন। কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২ টায় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে শাখায় সিবিএর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বিদ্যুৎ কেন্দ্রে গনছুটিসহ এর ফটকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে শাখায় সিবিএর সাধারন সম্পাদক শহিদুল্লাহ মিয়া, কর্মকর্তা ঐক্য পরিষদের নেতা কাজী জিয়াউল হক, বিদ্যুৎ উন্নয়ন সমতিরি সভাপতি নির্বাহী প্রকৌশলী আঃ মান্নান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি জোবায়ের হাসান সহ সকল কর্মকর্তা, কর্মচারী ও সিবিএর সকল নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিউবোর্ডের বিতরন রাজশাহী ও রংপুর অঞ্চলকে নর্থওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের নিকট একটি কুচক্র মহল হস্তান্তরের যে চুক্তি করেছে তা বাতিল করতে হবে। যদি ওই ষড়যন্ত্রকারীরা তা বাতিল না করে তাহলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ডাকে যে কোন কর্মসূচি আমরা পালন করবো। এ চুক্তি বাতিল না করলে আন্দোলনের মাত্রা আরো তীব্র হবে। যা ষড়যন্ত্রকরীরা সামাল দিতে পারবেনা। সিবিএর সকল কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দকে আগামী দিনের যে কোন আন্দোলনে আজকের মত ঐক্যে থাকার আহবান জানানো হয় এ সভায়।