বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ বিএনপি। চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে অনুষ্ঠেয় এ জনসভা করতে দলটি সরকারের দিক থেকে মৌখিক অনুমতি পেয়েছে। এরপর বিএনপি নেতারা এ জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে দফায় দফায় বৈঠকসহ নানা কর্মকান্ড করছে। শান্তিপূর্ণভাবে এ জনসভা করতে সরকারের কাছ থেকে রাজনৈতিক আচরণ প্রত্যাশা করছেন দলটির নেতারা। তারা বলছেন, এ জনসভার অনুমতি ক্ষমতাসীন আওয়ামী লীগের দয়ার বিষয় নয়, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। দলীয় সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মো. শাজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সার্বক্ষণিক তদারকি করছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার বিকালেও এ জনসভা সফল করতে সিনিয়র নেতারা বৈঠক করেছেন। এছাড়া রাজধানীর আশপাশের জেলা ও মহানগর নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এসব সিনিয়র নেতা। দলটির নেতারা জানান, ২০১৬ সালের ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে সর্বশেষ বক্তব্য রেখেছিলেন চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে কয়েক দফা অনুমতি চাইলেও সরকার তা দেয়নি। আজ রোববারের জনসভার মাধ্যমে দলটির নেতারা দেখাতে চান খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় ও বড় রাজনৈতিক দল। একইসঙ্গে নিরপেক্ষ সরকারের দাবির পক্ষে জোরালো জনমত সৃষ্টি করাও এ জনসভার উদ্দেশ্য। নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ বিএনপির যেসব নেতাগন দিনরাত হারাম করছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে সিদ্ধিগঞ্জ থানা বিএনপির নেতারা রবরব শোরে ব্যান্ড পার্টি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতারা হলেন, নজরুল ইসলাম বাবুল, রবিউল ইসলাম রবি, আব্দুল হাই রাজু, রিয়াজুল ইসলাম রিয়াজ, শাহআলম হীরা, কামাল হোসেন, তৈয়ব হোসেন, আফজাল, রাকিবুল দেওয়ান, গাজী মনির, সামছুদ্দিন, মাসুদ, রাকিবুল, সোহেল রহমান, শহীদুল্লাহ, জাহাঙ্গীর, মাহবুবুল আলম শিপন, রনি, রুবেল, ওসমান, জাকির, মাঈনুল, গোলাপ, মানিক, আক্তার, মিন্টু, মনির, আয়নাল, রাজু, আবির, আজাদ, দিদার মহসিন, শাহিন প্রমুখ।