নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫ ও ৪ আসনের সংসদ সদস্য একে এম সেলিম ওসমান ও শামীম ওসমানের রতœগর্ভা মা ভাষা সৈনিক নাগিনা জোহার বিদেহী আতœার মাগফিরাত কামনা করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরাফত উল্লাহর উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বাদ জুম্মা আদমজী নগর কবরস্তান মসজীদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ মাহফিলে সিদ্ধিরগঞ্জ থানা ওসি(তদন্ত) রফিকুল ইসলাম,সেকেন্ট অফিসার এসআই জসিম উদ্দিন,এসআই সাখাওয়াত হোসেন,এসআই নজরুল ইসলাম,এসআই রাসেল,এসআই ফারুক,এএসআই ফরিদ,এএসআই নরুসহ প্রমুখ পুলিশ কর্মকর্তা।
মুক্তিযোদ্ধের সংগঠক মরহুম একেএম সামছুজ্জোহার সহধর্মিণী ও প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নাসিম ওসমান,বর্তমান এমপি একে এম সেলিম ওসমান ও শামীম ওসমানের রত্নগর্ভা মা ৫২ এর ভাষা সৈনিক মরহুমা নাগিনা জোহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।