বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর ও বাগান বাড়ি এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত সোমবার বিকেলে পুলিশ তাদের গ্রেফতার করে গতকাল মঙ্গলবার সকালে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। ধৃতরা হলো উত্তর আজিবপুর এলাকার মৃত জুলহাস উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি (২৫) ও বাগানবাড়ী এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ মোহন মিয়া। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।