বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান বলেছেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন জঙ্গী নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক দেশটাকে পিছনে নিতে গভির ষড়যন্ত্র করছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রস্তুতি নিন। শেখ হাসিনার ডাকে যে কোন সময় রাজপথে নামতে হবে।
সোমবার বিকাল সাড়ে ৪ টায় সিদ্ধিরগঞ্জ পুল দলীয় কার্যালয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান (বিএসসি) সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, থানা আওয়ামীলীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, সাদেকুর রহমান, আলহাজ্ব শাহ আলম, সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রচার সম্পাদক তাজিম বাবু, থানা শ্রমিকলীগের সভাপতি আব্দুর সামাদ ব্যাপারী, ঢাকা বিভাগ শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক শামীম আরা লাভলী, সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, থানা মহিলা লীগের সাধারন সম্পাদিকা মনোয়ারা বেগম, নাসিক ১ ওয়ার্ড কাউন্সিলর আঃ রহিম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, থানা কুষকলীগের সাধারন সম্পাদক ইয়াছিন মিয়া, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ বারি, সাধারন সম্পাদক শাহ আলম, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, যুবলীগ নেতা ওমর ফারুক, সানাউল্লাহ সানি, সেলিম মাহামুদ, এনায়েত উল্লাহ, আনোয়ার হোসেন আশিক প্রমুখ।
এ সময় তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বাষির্কী উপলক্ষে আজকের এ সভা হচ্ছে। থানা আওয়ামীলীগ ব্যাপক ভাবে থানা প্রতিটা ওয়ার্ডে শাহাদাৎ বাষির্কী পালন করবে।