নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কনষ্টেবল মোঃ মজিবুর রহমান কং নং ২৮৩ ষ্টোক করে গতকাল বুধবার মারা গেছেন। মজিবুর রহমানের পিতার নাম ফজলুর রহমান। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার বরসীকুড়া গ্রামে। গত ৫ মাস ধরে পুলিশ কনষ্টেবল অসুস্ত বলে যানাযায় অভিযোগ করেছেন তার সহকর্মী পুলিশ কনষ্টেবল শামীম জানান ওসি সরাফত উল্লাহ তাকে ৫ মাস দরে ছুটি চাইলে সে ছুটি নাদেয়ায় এই দরনের ঘটনা হল আরো অনেক থানায় কর্মরত পুলিশ কনষ্টেবল এইরকম অভিযোগ রয়েচে বলে যানাযায় । গত মঙ্গলবার মজিবুর রহমান শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে ওসির কাছে এবং থানার মুন্সির কাছে সিক করার কথা বলেন তথাপিও তাকে সিক দেখানোর হয়নি। রাতভার অসুস্থ শরীরে ডিউটি করে সকালে ব্যারাকে ফিরেন গতকাল বুধবার ভোরে মজিবুর রহমান হঠাৎ করে ষ্টোক করেন। থানার ওসি তাৎক্ষনিক মজিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা রাজারবাগ হাসপাতালে না পাঠিয়ে প্রথমে নারায়ণগঞ্জের দিকে পাঠান একটু পর বলেন শিমরাইল নিয়ে যোতে এভাবে নারায়ণগঞ্জ- আদমজীরোডে ৫ বার রাউন্ড দেয় ষ্টোক করা মজিবুর রহমানকে নিয়ে গাড়িটি। এভাবে বিনা চিকিৎসায় এবং ওসির অবহেলায় পুলিম কনষ্টেবল মৃত্যু মুখে ঢলে পড়েন বলে থানার অন্যান্য পুলিশ কনষ্টেবলরা জানায়। তারা আরো জানায় ওসি পুলিশ কনষ্টেবলদের রীতিমতো জিম্মি করে রেখেছেন। আরো নেক পুলিশ কনষ্টেবল রয়েছেন যে তাদের অনেকেই ৬-৮ মাস ধরে ছুটির জন্য ওসির পিছে পিছে ঘুরলেও ওসি ছুটি দিচ্ছেনা।