নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জ আদর্শ যুব সংসদের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী জাকজমক পূর্ন মনোজ্ঞ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারী) সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দক্ষিণ আজিবপুর মাজার রোড এলাকায় সিদ্ধিরগঞ্জ আদর্শ যুব সংসদের কার্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
সিদ্ধিরগঞ্জ আদর্শ যুব সংসদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করেন যুব সংসদের সাধারন সম্পাদক আলহাজ্ব মো:আব্দুল কাদির। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এমএ জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন প্রধান,থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মো:মতিউর রহমান বেপারী, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান,৫নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাবুল,৪,৫ ও ৬নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলা, বাংলাদেশ কভার্ডভ্যান ও পিক-আপ মালিক সমিতি সাইলো শাখার সভাপতি হাজী আনিসুর রহমান আনিস,সিদ্ধিরগঞ্জ পাঁচতারা সংসদেও সভাপতি আলী আকবর খান,বিশিষ্ট চুন ব্যবসায়ী আনোয়ার ইসলাম,সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের আহ্বায়ক মিজানুর রহমান মাষ্টার,আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ণ সাইলো শাখার সাধারন সম্পাদক শাহ আলম হীরা।
জাতীয় পতাকা উত্তোলনের পর কোরআন লোওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে আদর্শ যুব সংসদের সদস্যদেরকে নিয়ে কেরাত,হামদ-নাত ও আযান প্রতিযোগিতা শুরু হয়। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ আদর্শ যুব সংসদের সিনিয়র সহ-সভাপতি হাজী নুর হোসেন,সহ-সাধারন সম্পাদক আহসান উল্লাহ মুন্সি,আ:লতিফ,ক্রীড়া সম্পাদক আলহাজ্ব নুরুল হুদা,সদস্য মো:সালাউদ্দিন আহম্মেদ,জাকির হোসেন বকুল,ফজলুল হক রানা,পারভেজ রানা,মাকসুদুল বাপ্পী,মনির হোসেন,বিভাষ,মোশারফ হোসেন,ফকির চাঁন ও শহিদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।